ঠাকুরগাঁও প্রতিনিধি, Prabartan | আপডেট: ২০:৫১, ০৮-০৪-১৯
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজিবী সমিতি’র বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী আইনজীবি পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ১২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী আইনজীবি পরিষদের সদস্যরা পায় ৭টি পদ, অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবিরা পায় ৫টি পদ।
রোববার সকাল ৮টা হতে বেলা ৪টা পর্যন্ত জেলা আইনজীবি সমিতি’র সভাকক্ষে এ নির্বাচন সম্পন্ন হয় এবং রাত ৯ টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাড. নাজমুল হুদা বাবুল।
এবার বার্ষিক এ নির্বাচনে আওয়ামী আইনজীবি পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদের দুটি প্যানেলে সভাপতি-সম্পাদকসহ মোট ১২টি পদে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনে আওয়ামী আইনজীবি পরিষদে সালাম-টুলু প্যানেল ও জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদে হালিম-এন্তাজুল প্যানেল।
নির্বাচিতরা হলেন- সভাপতি এ্যাড. আব্দুস সালাম(আ’লীগ), সহ-সভাপতি এ্যাড. আখতার আজম(আ’লীগ) ও এ্যাড. আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক- এ্যাড. মোস্তাক আলম টুলু(আ’লীগ), সহ-সাধারণ সম্পাদক- এ্যাড. ফজলে আলম(বিএনপি), গ্রন্থাগার সম্পাদক- এ্যাড. ইব্রাহীম(বিএনপি), ট্রেজারি সম্পাদক-এ্যাড. আব্দুস সোবাহান(আ’লীগ), কমন রুম এবং কালচারাল সম্পাদক- এ্যাড. আশিকুর রহমান(বিএনপি), সদস্য- এ্যাড. খান সামসুদ্দৌলাহ (আ’লীগ), এ্যাড. মহসিন আলী(বিএনপি), এ্যাড. হাসিনুজ্জামান মিলার(আ’লীগ) ও এ্যাড. শাহজাহান কবীর(বিএনপি)।
এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাড. নাজমুল হুদা বাবুল। মোট ২০৯জন ভোটার আগামী ১ বছরের জন্য ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবি সমিতি’র নেতৃবৃন্দ নেতৃত্ব দেবে এ ভোটের মাধ্যম্যে।
নির্বাচন কমিশনার অ্যাড. নাজমুল হুদা বাবুল জানান, সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা শান্তিপুর্র্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।