ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৯:৪২, ০৭-০৪-১৯
ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় পুলিশের হয়রানি, নির্যাতনের প্রতিবাদে রোববার বিকেলে ঝাড়ু মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর আঞ্চলিক সড়ক অবরোধ করায় প্রায় দুইঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক জীবন জানান, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হত্যা মামলার আসামির খোঁজে ১ এপ্রিল পৈরতলায় গোলাপ মিয়ার বাড়িতে হানা দেয় পুলিশ। কয়েকটি বাড়িতে তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকজন নারী-পুরুষকে পিটিয়ে আহত করে তারা।
৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর মিনারা বেগম বলেন, আসামি ধরার নামে বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায় পুলিশ। এ সময় তারা ফাঁকা গুলিও ছোড়ে। আমরা পাঁচ পুলিশকে ঘেরাও করি। পরে সদর থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি সেলিম উদ্দিন জানান, দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। আসামি ধরার নামে হয়রানি করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।