বাগেরহাট প্রতিনিধি, Prabartan | আপডেট: ২২:৩৮, ০৭-০৪-১৯
বাগেরহাটের মোরেলগঞ্জে পুকুর খনন করার সময় ১৪ ফুট মাটির নিচে একটি কুমিরের মাথার কঙ্কাল পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ‘দেবরাজ দীঘি’ নামে একটি সরকারি পুকুর খনন কাজের সময় শ্রমিকরা কঙ্কালটি পায়।
স্থানীয়দের ধারণা অনুযায়ী, বাগেরহাটের আধ্মাতিক পীর ও মুসলিম শাসক খানজাহান আলী (রহঃ) বাগেরহাটে প্রায় ৩‘শ ৬০ দিঘি খনন করেছিলেন।দিঘিগুলোতে কুমির ছেড়ে ছিলেন। পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ দীঘিটিও তারই অংশ। সেই আমলের কোন কুমিরের মাথার কঙ্কাল হতে পারে এটি বলে মনে করছেন স্থানীয়রা।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, শ্রমিকরা পুকুর খননের সময় সমতল ভূমির থেকে ১৪ ফুট নিচে একটি কুমিরের মাথার কিছু অংশ পেয়েছে।পাওয়া কঙ্কালের অংশ বিশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমার হেফাজতে রেখেছি।উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রতœতত্ব অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাওয়া কুমিরের প্রজাতি, বয়স এবং ওই স্থানে কিভাবে এল এসব জানতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পুকুর খননের সময় পাওয়া কুমিরের মাথার কঙ্কালটি চেয়ারম্যানের মাধ্যমে উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে। এটি বাগেরহাট প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।