ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৯:৩৬, ০৭-০৪-১৯
সিরাজগঞ্জে শাহজাদপুরে হাবিবুল্লাহনগর ইউপির ডায়া ঘোনাপাড়া গ্রামের মোহন মাস্টারের বাড়ির পাশে খালের উপর সেতুর দুপাশে নেই সংযোগ সড়ক। ৩ বছর ধরে এ সেতুটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
ডায়া ঘোনাপাড়া গ্রামের আব্দুল মালেক বলেন, ২০১৬-১৭ অর্থ বছরে ৩৮ লাখ টাকা ব্যয়ে শাহজাদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৪০ ফুট দৈর্ঘের এ সেতুটি নির্মাণ করে। ৩ বছরেও এ সেতুটির দু’পাশে কোনো সংযোগ সড়ক নির্মাণ হয়নি। সংযোগ সড়কের অভাবে সেতুটিতে উঠতে মই ব্যবহার করতে হয়। মই ছাড়া সেতুটিতে ওঠা যায় না। ফলে পরিত্যাক্ত সেতুটি এলাকাবাসী এখন গোবরের ঘোষি, ভেজা কাপড়, লেপ, তোষক, কাঁথা-বালিশ, চট, ছালা, পলিথিন কাগজ ও শিশুদের মূত্রের তেনা শুকানোর কাজে ব্যবহার করছেন।
এ ব্যাপারে হাবিবুল্লাহনগর ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন, এলাকাবাসী মাটি না দেয়ার কারণে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি। আগামী সেশনে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পর শ্রমিক দিয়ে সেতুটির সংযোগ সড়ক তৈরি করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এতে কাজ না হলে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বলেন, সরেজমিন পরিদর্শন করে অচিরেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।