শহরটা ভুতুড়ে অন্ধকার, এমন নিষ্প্রাণ শহর হয় কখনাে?
সবগুলাে কবাট শক্ত করে লাগিয়ে
সারারাত যে শহরে ঘুম হয় না
শব্দের তা-বে কেঁপে ওঠে ঘুমন্ত শিশু
সেই শহরের বারান্দায় দাঁড়িয়ে
একটি গাড়ির শব্দের প্রতীক্ষায় দীর্ঘক্ষণ গণনা।
হঠাৎ সাইরেন বাজিয়ে একটি এ্যম্বুলেন্স
তারস্বরে তার অস্তিত্বের ঘােষণা করছে।
কখনাে বা নিয়ন্ত্রণকারী সংস্থার গাড়ি
নিস্তব্ধতা ভেঙ্গে বেরিয়ে যাচ্ছে।
কদিন ধরেই আকাশটা ফাঁকা
ধুলাের আস্তরণ নেই, গাড়ির ধোঁয়া নেই,
নেই কালবৈশাখীর তীব্র শাসানি।
সর্বত্র এক শুনশান নিরবতা।
সব শত্রুকে পর্যদুস্ত করে
প্রবল পরাক্রান্ত করােনা এখন রাজপথ দাপিয়ে চলছে।
সবাই এখন ছুটি নিয়েছে
অর্থনীতি, রাজনীতি, ধর্মনীতি সব এখন গৃহবন্ধী
অদৃশ্য এক বিষবাষ্প সবকে ঠেসে ঘরে ঢুকিয়ে দিয়েছে
হায়রে পরাক্রমশালী মানুষ
প্রকৃতির কাছে কী অসহায়।
লেখক : ড. তরুণ কান্তি শিকদার
অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।