বেগম জিয়াকে মুক্ত করতে প্রয়োজনে জেলের তালা ভেঙ্গে ফেলবো : ড. মঈন খান

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৮:৪৪, ০৫-০৪-১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, জেলের তালা ভেঙ্গে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে দেশের জনগণ।

তিনি বলেন, দিন-তারিখ দিয়ে কোনো আন্দোলন হয় না। আমরা দেশবাসীকে সাথে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। বিএনপি আগামীতে কোনো ব্যর্থ আন্দোলন করবে না বলেও তিনি মন্তব্য করেন।

আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম। এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো: নেছারুল হক, জাসাস সহ-সভাপতি শাহরিয়া ইসলাম শায়লা, মহানগর বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কৃষক দলের সদস্য হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, লায়ন মিয়া মো: আনোয়ার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, আমরা মানুষের কাছে যাচ্ছি। তাদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত করছি। খালেদা জিয়ার মুক্তির পরিবেশ সৃষ্টি করছি। আওয়ামী লীগকে চিরতরে বিদায় করার জন্যই পর্যাপ্ত শক্তি নিয়েই আমরা মাঠে নামবো।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top