খুলনায় রাগীব আলী গ্রন্থের ইংরেজি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন

বিজ্ঞপ্তি: বাংলাদেশের অন্যতম বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও মানবহিতৈষী দানবীর ড. সৈয়দ রাগীব আলী এর জীবন ভিত্তিক বাংলা গ্রন্থ রাগীব আলী এর ইংরেজি অনুবাদ Ragib Ali : A Donorhero Turns Iron into Gold শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন, সমাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বইটির অনুবাদক বিশিষ্ট কবি, গবেষক, অনুবাদক, শিক্ষাবিদ ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির লিবারেল অব আর্টস এন্ড হিউম্যান সায়েন্সের ডীন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহাবুব।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। অন্যান্যের মধ্যে আলোচনা করেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারী মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, সৈয়দ আব্দুল হাই, কবি মুর্শিদা আক্তার রনি, প্রফেসর সেলিনা বুলবুল।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলাম লেখক অধ্যাপক আনোয়ারুল কাদির, শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা বেগম। অনুষ্ঠান উপস্থাপনা করেন নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, খুলনা এর সভাপতি অধ্যাপক মিনু মমতাজ ও মিনা অছিকুর রহমান দোলন।

অনুষ্ঠানের আয়োজন করে নাহার পাবলিকেশন্স ও সহযোগিতায় ছিল নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, খুলনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top