নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০১৯ এর ভর্তি মেলা

বিজ্ঞপ্তি, Prabartan | আপডেট: ১৯:১৬, ০৪-০৪-১৯

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার-২০১৯ এ ভর্তি মেলার আয়োজন করা হয়েছে।

৪ এপ্রিল বৃহষ্পতিবার থেকে শুরু হওয়া এ ভর্তি মেলা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। সরকারী ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিনই ভর্তি মেলা চলবে এবং ভর্তি শাখা খোলা থাকবে।

ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মেলা চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধাসমূহ প্রদান করা হচ্ছে। ভর্তিতে সকল প্রোগ্রামে ১০% টিউশন ফি ছাড়, এসএসসি ও এইচ এস সি/ সমমান পরীক্ষার ফলাফলের উপর ১০০% পর্যন্ত টিউশন ফি ছাড়, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ১০০% টিউশন ফি ছাড়, সহোদর ভাইবোনদের জন্য ২৫% টিউশন ফি ছাড়, ছাত্রী ও উপজাতিদের জন্য অতিরিক্ত ৫% টিউশন ফি ছাড়, ডিপ্লোমা হোল্ডারদের জন্য অতিরিক্ত ১০% টিউশন ফি ছাড়, ৪ বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ১৫% এবং ইইই প্রোগ্রামে ১০% অতিরিক্ত টিউশন ফি ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে  স্মাতক প্রোগ্রামে বিএসসি ইন সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি (অনার্স), বিএ (অনার্স) ইংরেজি এবং স্মাতকোত্তর প্রোগ্রামে এমবিএ, ইএমবিএ, এমএ ইংরেজি ভাষা ও সাহিত্য, এমএসএস অর্থনীতি ও সোসিওলোজি, মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার অব পাবলিক হেল্থ (এমপিএইচ) কোর্স চালু আছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top