ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২১:৫৬, ০২-০৪-১৯
খুলনায় মাদক বিরোধী টাক্সফোর্সের অভিযানে মা-ছেলে ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় নগরীর টুটপাড়ায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি পিস্তল, ১১৩ বোতল ফেনসিডিল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মা মনিকা সরকার (৪৫) ও ছেলে রূপক সরকার (২৫) এবং মুদি দোকানি আব্দুল হামিদ।
টাক্সফোর্স সূত্র জানায়, নগরীর দারোগাপাড়াস্থ আজিজুর রহমান সড়কের হামিদ স্টোরে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে, কলেজিয়েট গার্লস স্কুল এবং উইমেন কলেজ সংলগ্ন মরিয়মপাড়াস্থ বাসায় অভিযানকালে একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ৬৩ বোতল ফেনসিডিল এবং শর্টগান ও রিভলবারের ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান, অতিরিক্ত পরিচালক আবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। এ বিষয়ে রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়।