বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৮:৫৩, ০২-০৪-১৯

দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ৷ বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই জন মনে চলছে নানা জল্পনা কল্পনা। আবার এ প্রসঙ্গে সরব হয়ে উঠছে গণমাধ্যমগুলো। বিশ্বসেরা গণমাধ্যমগুলো চালাচ্ছে জরিপ, তুলে ধরছে বিভিন্ন পরিংসংখ্যান, জানাচ্ছে নিজস্ব মতামত।

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন, এটা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিশ্বকাপের দল নিয়ে ধারণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি জানিয়েছেন, বাইরে থেকে হঠাৎ করে কেউ এসে যে বিশ্বকাপ খেলবে সেই সুযোগ আমি দেখছি না।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো বিশ্বকাপে বাংলাদেশে সম্ভাব্য দল কেমন হতে পারে, তা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপে বাংলাদেশ দল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রত্যাশিত ক্রিকেট খেলার লক্ষ্যে ইংল্যান্ডে যাবে।

দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদদের মতো ম্যাচ উইনার থাকাতে বাংলাদেশ অন্যান্য দলের জন্য হুমকির কারণ হবে।

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top