ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আবদুল করিম মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক আনম সাইফুদ্দিন শাহিনের ওপর হামলার প্রতিবাদে স্বাধীনতা শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আরও পড়ুন : আবারও বিয়ে করলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক ভুবন!
শনিবার (২ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাস হতে স্বাশিব ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে।এ সময় বিক্ষোভকারীরা হামলাকারী গফ্ফার মৃধাসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী আল আমিন, তানভীর হোসেন নাঈম, মারিয়া আক্তার ও সাবিহা আক্তার।
সম্প্রতি কলেজ থেকে ফেরার পথে আনম সাইফুদ্দিন শাহিনের ওপর সন্ত্রাসীরা হামলা করে। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।