ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২২:৪৬, ৩১-০৩-১৯
সন্ধ্যায় আঘাত হানা ঝড়ে গাছ পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে রয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ।
এ বিষয়ে ফায়ার কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে ঝড় হয়। এতে বঙ্গভবন এলাকা, বেইলি রোড, মহাখালীতে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগে সমস্যা তৈরি হয়েছে। তবে আমাদের টিম কাজ করছে।
এদিকে পুরান ঢাকা, মিরপুর, উত্তরাসহ আরো কয়েকটি এলাকায় বিদ্যুৎ না থাকার তথ্য জানা গেছে।
এছাড়া ঝড়ে কয়েকটি এলাকায় ভবন থেকে ইট ও গাছ পড়ে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির খবর মিলেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ৬টার পর রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সোয়া ৭টা নাগাদও দেশের অন্যান্য স্থানের বৃষ্টিপাতের পরিমাণ পাওয়া যায়নি।
আবহাওয়ার এই অবস্থা আরো দু’একদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছেন এক আবহাওয়াবিদ।