হেলমেট মাথায় চলছে অফিস

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২০:৩০, ২৮-০৩-১৯

ছাদ থেকে পড়ছে সিমেন্ট বালুর পলেস্তারা। ঝরছে রঙ। হেলমেট মাথায় বসে আছে বেশ কয়েকজন। এরমধ্যে কাজ চলছে কাগজে কলমে। তাদের মনে শঙ্কা কখন বুঝি ফাঁটবে মাথা। এটি দিনাজপুরের কাহারোল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের প্রতিদিনের দৃশ্য।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ছাদের নিচে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অফিসে প্রবেশ করলে যে কেউ চমকে উঠবেন। কারণ অনেকেই সড়কে মোটরসাইকেল চালাতে হেলমেট পরে না, কিন্তু অফিসের কাজ করতে গিয়ে হেলমেট পড়তে হচ্ছে। কারণ একটাই ঝুঁকিপূর্ণ ছাদ যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এজন্য প্রাণের ভয়ে হেলমেট পরে কাজ করছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

অফিসে সেবা নিতে আসা রহিম উদ্দীন বলেন, জমির কাজে এর আগেও আমি এই অফিসে এসেছি। কিন্তু বৃহস্পতিবার দুপুরে অফিসে ঢুকেই আমি চমকে গেছি। কারণ মানুষ তো এখন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরে না। কিন্তু এই অফিসের লোকজন হেলমেট পরে কাজ করছেন। বিষয়টি হাস্যকর হলেও তাদেরও তো প্রাণের ভয় আছে। তাই তারা হেলমেট পরে নিত্যদিনের কাজ চালাচ্ছেন।

কাহারোল উপজেলার সাব-রেজিস্ট্রার শহীদুল ইসলাম জানান, আমাদের অফিসের অবস্থা খুবই খারাপ। যখন-তখন ভেঙে পড়ে যেতে পারে। আমরা খুব আতঙ্কে বসে কাজ করছি। তাছাড়া জনগণের বহু মূল্যবান জমির দলিলাদি এই অফিসে সংরক্ষণ করা দুস্কর হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, অফিস নির্মাণ ও সংস্কারের জন্য আমি আমাদের মন্ত্রণালয়ে ২/১ দিনের মধ্যে আবেদন পাঠাবো।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top