ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৪:৩৮, ২৭-০৩-১৯
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ পালনের মধ্য দিয়ে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে। এ বছর বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের খেতাব অর্জন করেছে রামপাল উপজেলার পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়।
জানাগেছে, প্রতিটি বিষয়ে শ্রেষ্ঠত্ব নির্বাচনে পৃথকভাবে স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরী প্রতিষ্ঠান থেকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া জেলার শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন বিষয়ের শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়েছে।
পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় এবছর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী এম আবিদ হাসান একক বির্তকে খ বিভাগে এবং ইশিতা রায় জারিগানে জেলায় প্রথম হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর কুমার শিকদার প্রবর্তনকে এ তথ্য নিশ্চিত করেছেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
তিনি বলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির ঐকান্তিক প্রচেষ্ঠায় আমাদের এ সাফল্য এসেছে। বিশেষ করে বিদ্যালয়ের সভাপতি সিরাজুল আযম দ্বারা, অন্যান্য সদস্যদের সর্বক্ষনিক সহযোগিতা, শিক্ষকদের নিরালস পরিশ্রমের ও শিক্ষার্থীদের প্রচেষ্টার ফলে আমরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছি।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীম আরা শিপ্রা প্রবর্তনকে বলেন, আমরা লেখাপড়ার প্রতি গুরুত্ব দেই এবং পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করি।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তারিকুল ইসলাম প্রবর্তনকে বলেন, আমরা পাঠদানের ক্ষেত্রে নতুন নতুন ডিজিটালাইজড পদ্ধতি ব্যবহার করি এবং শিক্ষার্থীদের পাঠগ্রহনে উৎসাহিত করি।
শিক্ষক আরিফুল ইসলাম প্রবর্তনকে বলেন, শিক্ষার্থীদের আগ্রগতি সম্পর্কে তাদের অভিবাবকে অবহিত করার কারনে এমন একটি গৌরব অর্জন করতে পেরেছি।