ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২০:৫৭, ২৬-০৩-১৯
বাগেরহাটের রামপাল উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৭ টায় উপজেলা প্রশাসন মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালী, জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও স্কুল শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ ও স্কুল শিক্ষার্থীদের ডিসপ্লে প্রতিযোগীতায় রামপাল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে প্রতিবারের ন্যায় প্রথম স্থান অধিকার করেছে ঐতিহ্যবাহী পেড়িখালি পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাফ্ফর হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল হক লিপন প্রমূখ।