ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৭:৫০, ২৬-০৩-১৯
ঢাকা সদরঘাটের বিপরীত পাশে তেলঘাট ডকইয়ার্ডে যাত্রীবাহী এম. ভি. ঝান্ডা-২ লঞ্চে আগুন লেগেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিআইডব্লিউটি’র সহায়তায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুমের পরিদর্শক এরশাদ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লঞ্চটি ডকইয়ার্ডে ওয়েল্ডিং এর কাজ করার সময় আগুনের সুত্রপাত হয়। আগুনে লঞ্চটির ১০লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্লোরের বেশ কিছু জায়গা পুড়ে গেছে।