হিরো আলমের স্ত্রী-শ্বশুরকে আদালতের ভৎসর্না!

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৯:৩৩, ২৬-০৩-১৯

স্ত্রী পেটানোর মামলায় কারাবন্দি আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের সঙ্গে ‘আপোস’ করতে চান তার শ্বশুরবাড়ির লোকজন। এ লক্ষ্যে আদালতে আপোসনামা দিয়ে তার জামিন চেয়ে আবেদন করেন স্ত্রী ও শ্বশুর। কিন্তু জামিন আবেদন নাকচ করে হিরো আলমের স্ত্রী ও শ্বশুরকে ভৎসর্না করেছেন আদালত।

সোমবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই ভৎসর্না করেন। পরে জামিন আবেদন নাকচ করে আগামী ১৮ই এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। ওই দিন হিরো আলমের উপস্থিতিতে তার জামিন শুনানি হবে মর্মে আদেশ দেন তিনি। হিরো আলমের পাশাপাশি তার স্ত্রী সুমি বেগম ও শ্বশুর সাইফুল ইসলামকেও ওই দিন আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন জানান, মামলার বাদী হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম আসামি পক্ষের সঙ্গে মীমাংসা করে মামলা চালাবেন না, এই মর্মে এফিডেভিট আদালতে দাখিল করেন। বাদীর এই আপসনামার ভিত্তিতে সোমবার হিরো আলমের জামিন আবেদন করা হয়। জামিন আবেদন শুনানিকালে মামলার বাদী হিরো আলমের শ্বশুর, তার স্ত্রী সুমি বেগম এবং হিরো আলমের দুই সন্তান উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, জামিন আবেদন শুনানিকালে বিচারক মামলার বাদী হিরো আলমের শ্বশুর এবং স্ত্রীর বক্তব্য শুনে দু’জনেকই ভর্ৎসনা করেন। হিরো আলম দ্বিতীয় বিয়ে করার কারণে স্ত্রীকে মারধর করে, এমন বক্তব্যের স্বপক্ষে মামলার বাদী কোনো প্রমাণ দেখাতে না পারায় আদালত দুজনকেই ভৎসর্না করেন।

উল্লেখ্য, বগুড়া সদর থানায় শ্বশুরের দায়ের করা মামলায় গত ৭ মার্চ থেকে হিরো আলম কারাগারে রয়েছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top