বিয়ের পিঁড়িতে বসলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ

ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ১৭:১১, ২২- ০৩-১৯

এবার বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২২ মার্চ) দুপুরে নিজ জেলা সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে করেন (সাবেক ইউপি সদস্য রওনাকুল ইসলামের বাড়ি) বাড়িতে স্বল্প পরিসরে মোস্তাফিজের বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

‘কাটার মাস্টার’ খ্যাত এ ক্রিকেটার যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি তার মামাতো বোন সামিয়া ইয়াসমিন শিমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষে পড়ছেন।

দুপুরে জুম্মার নামাজের পর নিজের প্রাইভেট কারে চড়ে বাবা-মা-ভাই-বোনদের নিয়ে সোনালি রঙের শেরওয়ানি পরে বর বেশে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন মোস্তাফিজ। পেছনে দুই-তিনটি মোটরসাইকেলে ছিলেন তার আরও কয়েকজন স্বজন। সবমিলিয়ে ১৪-১৫ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান মোস্তাফিজ।

এ তারকা ক্রিকেটারের বিয়েকে ঘিরে সংবাদকর্মীদের সরব উপস্থিতি থাকলেও গোপনীয়তা রক্ষা করেই বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন মোস্তাফিজ। কনের বাড়ি পৌঁছানোর পর ভেতরে ঢুকতে দেওয়া হয়নি সংবাদকর্মীদের।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top