বিদেশি পণ্য আমদানি নির্ভরতা কমাতে পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৯:৩৯, ২১-০৩-১৯

আমদানি নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে চান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আমদানি করা পণ্যের মাধ্যমে অধিক শুল্ক আদায়ের পরিকল্পনা করছে সরকার।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশ একটি বিশাল মার্কেট, যা পৃথিবীর অন্য কোথাও খুবই কম। যার কারণ হলো আমাদের দেশের বৃহৎ জনগোষ্ঠী। বহুজাতিক কোম্পানিগুলো যেন বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে আগ্রহী হয় সে লক্ষ্যে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে সরকার। আমরা শুধু নিজেদের প্রয়োজনেই উৎপাদন করবো না, রপ্তানিও করতে চাই আমরা।

কারখানা পরিদর্শনের সময় এনবিআর চেয়ারম্যানের সঙ্গে নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুবসহ কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top