কেএমপি ডিবির অভিযানে বিআরটিএ অফিসের সাত দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, Prabartan | আপডেট: ১৯:৩২, ২০-০৩-১৯

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে বিআরটিএ অফিস থেকে সাতজন দালাল আটক করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় খানজাহান আলী থানাধীন শিরোমনীর বিআরটিএ অফিসের আশপাশ এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু প্রবর্তনকে বলেন, কেএমপি কমিশনার সরদার রকিবুল ইসলামের (বিপিএম) নির্দেশে এবং প্রত্যক্ষ তদারকিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিআরটিএ অফিসে অভিযান চালায়। অভিভযানে সাতজন দালাল গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ আঃ রহিম (৫০) সোনাডাঙ্গা মডেল থানাধীন সুরুজ মিয়ার পুত্র, মোঃ সায়েদ তালুকদার খালিশপুর থানাধীন মল্লিক বাড়ী এলাকার মুজগুন্নি উত্তর পাড়ার মৃত সিরাজউদ্দিন তালুকদারের পুত্র, মোঃ মোক্তার হোসেন (৪৬) খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার মৃত আকবর আলীর পুত্র, মোঃ জাহিদ হাসান (২২) খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার মৃত আঃ গফ্ফারের পুত্র, মোঃ রায়হান হোসেন (২৪) খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার মনোয়ার হোসেনের পুত্র, মোঃ বিল্লাল হোসেন (২৮) দৌলতপুর থানাধীন দিঘীরপাড় এলাকার মৃত শাহজালালের পুত্র, মোঃ জিয়াউর রহমান (৪১) খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার-মৃত আঃ গফ্ফারের পুত্র।

জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবৎখুলনা বিআরটিএ অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ চালিয়ে আসছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top