ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২১:২১, ২০-০৩-১৯
আলোচনা সভা ও নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে খুলনায় বিশ্ব শিশু নাট্য দিবস-২০১৯ পালিত হয়েছে।
বুধবার (২০মার্চ) রাত ৮টায় সাতটায় শহীদ হাদিস পার্কে আলোচনা সভা ও নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। খুলনা জেলা শিল্পকলা একাডেমির এ আয়োজনে করে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কবি ও সাহিত্যিক সুশান্ত সরকার এবং জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা।
বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে শিশুদের। শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। শিশুদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। শিশুদের অবহেলা করার কোন সুযোগ নেই। শিশুদের বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নাটকের মধ্য দিয়ে শিশুর শারীরিক গঠন ও মনের বিকাশে সহায়তা করে।
বিশ্ব শিশু নাট্য দিবস উপলক্ষে আজ এক সকালের গল্প, তোতা কাহিনীর পরের কাহিনী, পাপড়ির জীবন এবং পটগান প্রদর্শিত হয়।