সম্প্রতি করোনা ভাইরাস রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হ্যান্ড সেনিটাইজার তৈরি করার কাজ সফলভাবে সম্পন্ন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রসায়ন ডিসিপ্লিন (বিভাগ)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) খুবির রসায়ন ডিসিপ্লিনে ল্যাবে এ হ্যান্ড সেনিটাইজার তৈরির কাজ সম্পন্ন হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আবু রায়হান খান বলেন, ‘খুবির রসায়ন ডিসিপ্লিনে প্রধান প্রফেসর ডা. মোসম্মৎ হোসন আরার তত্ত্বাবধানে ডিসিপ্লিনের ল্যাবে আমরা তিন দিন আগে হ্যান্ড সেনিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছিলাম। আজ আমরা সফল ভাবে হ্যান্ড সেনিটাইজার তৈরি করেছি। তৈরি করার তিন দিন পরে এটা ব্যবহার করা যায়। আশা করি আগামী রোববার থেকে আমরা ব্যবহার করবো।’
তিনি আরো জানান, ‘প্রাথমিক ভাবে এটা খুবির শিক্ষক শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। আমাদের হাতে পর্যাপ্ত পরিমানে ক্যামিক্যাল আছে। তবে বাইরের লোকেরা এটা নিতে পারবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি।’