খুলনায় ফিলিং স্টেশনে অনিয়ম ও পরিমাপে কারচুপির দায়ে লক্ষ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ০০:১৪, ২০-০৩-১৯

খুলনায় ফিলিং স্টেশনে অনিয়ম এবং পরিমাপে কারচুপির অপরাধে তিনটি ফিলিং স্টেশনকে একলাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) খুলনা মহানগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিজান পরিচালিত হয়।

খুলনা জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে।

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের  নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী সরাসরি তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, খুলনা মহানগরীর ৭ টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে সুলতানা ফিলিং স্টেশনকে অনিয়ম এবং পরিমাপে ব্যাপক কারচুপির অপরাধে ১০০০০০(এক লক্ষ) টাকা এবং অন্য দুটি ফিলিং স্টেশন কে ৩০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড দেয়া হয়।

১৯৩৪ সালের পেট্রোলিয়াম আইন ও ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন অনুসারে সাধারণ ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে এই ভ্রাম্যমান আদালতটি টাস্কফোর্স এর মাধ্যমে পরিচালনা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top