ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২০:০০, ১৮-০৩-১৯
রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল হান্নান আরব নামে এক প্রিজাইডিং অফিসারসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৪ জন।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ির সিজক এলাকায় নির্বাচনী কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে নয় কিলো এলাকায় হামলার শিকার হন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় উপজেলার সিজক এলাকা থেকে ব্যালট পেপার বহনকারী গাড়ি নিয়ে প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান আরবের নেতৃত্বে আনসার-ভিডিপি সদস্যরা বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে ফিরছিলেন। পথে নয় কিলো এলাকায় একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাইয়ের উদ্দেশে তাদের গাড়ি লক্ষ্য করে বার্স্ট ফায়ার করে। এতে ঘটনাস্থলেই প্রিজাইডিং অফিসারসহ পাঁচজন নিহত হন। তাদের মধ্যে দু’জন আনসার-ভিডিপি সদস্য, একজন সহকারী শিক্ষিকা রয়েছেন বলে জানা গেছে। আর হাসপাতালে নেওয়ার পর মন্টু চাকমা নামে আরো একজন মারা যান। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিম সারোয়ার জানান, আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।