খুলনায় হালকা বৃষ্টি হলেই হাটু পানি

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২২:৪৫, ১৭-০৩-১৯

খুলনা মহানগরের একটা প্রধান সমস্যা জলাবদ্ধতা। এক ঝলক বৃষ্টিতেও জমে প্রধান রাস্তাগুলোতে হাঁটু পানি। সৃষ্ট জলাবদ্ধতায় বাড়ে জনদুর্ভোগ। বিশেষ করে পথচারীরা পড়েন বেশি ভোগান্তিতে।

রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ৯ টায় হালকা ঝড়ো হওয়া ও বৃষ্টিতে নগরীর রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হবার উপক্রম হয়।

সরেজমিনে দেখা যায়, খুলনা মহানগরীর ব্যস্ততম রয়্যালের মোড়, শামসুর রহমান রোড, পিটিআই মোড়, শান্তিধামের মোড় এলাকায় দেখা যায় বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে গেছে।

বেসরকারী চাকুরীজীবি হারুন অর রশিদ প্রবর্তনকে বলেন, খুলনায় গত কয়েক বছরে লেগেছে উন্নয়ন এর ছোয়া। কিন্ত বৃষ্টি হলেই খুলনা নগরীতে জমে হাটু পানি। এ যেন কয়েক বছরের নগরবাসীর চির চেনা দৃশ্য। সর্বক্ষেএে উন্নয়ন হলেও বদলেনি এ দৃশ্য। কোন মতেই ভাগ্য ফেরেনি নগরবাসীর। বরং দূভোর্গের মাত্রা বেড়েই চলছে।

কলেজ শিক্ষক ফকরুল বলেন, ১৫- ২০ মিনিট বৃষ্টি হয়েছে বড় জোর। তাতেই রাস্তা ডুবে গেছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top