ডেস্ক রিপোর্ট: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে খুলনা সরকারী ল্যাবরেটরী স্কুলে চিত্রাঙ্কন ও রচন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী রাইসা মালিহা নিসা। রচনার বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধুর জীবন ও দর্শন।
রাইসা মালিহা নিসা দৈনিক ইনকিলাব পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক প্রবর্তন পত্রিকার বার্তা সম্পাদক ডিএম রেজা সোহাগ এবং খানাবাড়ি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ডালিয়া আক্তার মিরা’র একমাত্র কন্যা। এ বছর সে বিদ্যালয়ের বাৎসরিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা, একক অভিনয়সহ ৫ টি বিভাগে শীর্ষ স্থান পেয়েছিল।
সে সকলের দোয়া প্রার্থী।
ফেসবুকের সাথে কমেন্ট করুন