নিজস্ব প্রতিবেদক, prabartan | প্রকাশিত: ২১:২২, ১৬- ০৩-১৯
বাগেরহাটের রামপালে বসত ঘর ও টার্কি মুরগির ফার্মে অগ্নিকান্ডে দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরে রামপাল উপজেলার রনসেন গ্রামে মহব্বাত আলী গাজীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে মহব্বাতের বসতঘর ও রান্না ঘর ভস্মিভূত হয়ে যায় এবং টার্কি মুরগির ফার্মের অনেক মুরগি মারা যায়। এছাড়া ৮‘শ ডিমসহ মুরগির ফার্মে রাখা একটি ইনকিউবেটর পুরে যায়। রান্নাঘরের চুলার আগুন থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি অগ্নিকান্ডে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহাকারি পরিচালক সরদার মাসুদুর রহমান প্রবর্তনকে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে মোংলা ও বাগেরহাটের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ততক্ষনে বসত ঘরের মালামালসহ সব কিছু পুড়ে যায়। আগুনে মহাব্বাত আলীর টার্কি মুরগীর ফার্মের কিছু মুরগি মারা যায়। এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করে নিরাপদ স্থানে নিতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।