যশোরে ইছালী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোর অফিস, prabartan | প্রকাশিত: ২২:০৯, ১৬- ০৩-১৯

যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

স্কুলের পরিচালনা কমিটির কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের জীবননাশের হুমকি, বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা শনিবার দুপুরে এ বিক্ষোভ করে।

স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান জানান, ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিকবার নারী কেলেংকারীর অভিযোগ ওঠে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগে সত্যতা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর মধ্যে ১ জানুয়ারি প্রধান শিক্ষক রবিউল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ পত্র দাখিল করলে ম্যানেজিং কমিটি ওই পত্র গ্রহণ করেন এবং তাকে প্রধান শিক্ষককের পদ থেকে অব্যহতি দেন।

নারী কেলেংকারী অভিযুক্ত রবিউল ইসলাম সম্প্রতি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রকে ব্যবহার করছে। ওই সন্ত্রাসী চক্র শিক্ষার্থীসহ সকলকে জীবন নাশের হুমকি দিচ্ছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তালেব জানান, শনিবার দুপুরে টিফিনের পর শিক্ষার্থীরা স্কুলের শহীদ মিনারের সামনে প্রথমে বিক্ষোভ করে। পরে তারা স্থানীয় প্রধান সড়কে মানববন্ধন করে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top