ডেস্ক রিপোর্ট : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দুই দিনব্যাপী র্যাগ ডে শুরু হয়েছে।সোমবার (১৪ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী (১৪ ও ১৫ মার্চ) ষোল সিরিজের স্টুডেন্ট আইডির ‘ষোলোআনা-ডুয়েট’ নামে র্যাগ ডে’র উদ্বোধন করা হয়।এবারের র্যাগ ডের স্লোগান ‘প্রযুক্তির সাথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা, শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা’।
আরও পড়ুন : রোমাঞ্চকর জয়ের দিনে ইতিহাস গড়লেন ফারজানা
সব বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সমাপনী উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে পুরো ক্যাম্পাস ও সব আবাসিক হল। সব বর্ষের শিক্ষার্থীরা উদযাপন করছেন দিনটি। আজ প্রথমদিন বিকাল ৫টায় সমাপনী বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা হবে।প্রসঙ্গত, অনুষ্ঠানের মূল আকর্ষণীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল ১৫ মার্চ সন্ধ্যায় হবে।