নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু স্কয়ারের (ময়লাপোতার মোড়) বায়তুল আমান শপিং কমপ্লেক্সে সাতক্ষীরার বিখ্যাত জায়হুন ডেইরী শপের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে জায়হুন ডেইরী শপের উদ্বোধন করেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. আবুল হাসান, জায়হুন ডেইরী শপের মালিক যথাক্রমে কামরুল হাসান ও ফারুক কায়সার, বায়তুল আমান মসজিদের ট্রেজারার মোহাম্মদ আলী, জায়হুন পরিবারের সদস্য সাদিয়া ইয়াসমিন, ফ্যাশন ডিজাইনার ও বিউটিশিয়ান ওমেন্স মেকওভার তানিয়া সুলতানা তানি।
জায়হুন ডেইরী শপের মালিক ফারুক কায়সার বলেন, নিছক ব্যবসা নয় বরং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশুদ্ধ মিষ্টি পরিবেশনই আমাদের মূল উদ্দেশ্য।
তানিয়া সুলতানা তানি বলেন, বরাবরই আমি মিষ্টির পোকা। আগে সাতক্ষীরা থেকে জায়হুন ডেইরী শপের মিষ্টি এনে খেয়েছি। মিষ্টির জগতে এটি অনন্য। খুলনার প্রাণ কেন্দ্র ময়লাপোতায় শপ হয়েছে জেনে মিষ্টি খাওয়ার লোভ সামলাতে পারলাম না। ছুটে এলাম মিষ্টি খেতে। এমন মিষ্টি আর কখনো খেয়েছি বলে মনে পড়ে না। একবার না খেলে বোঝা যাবে না এর কী স্বাদ।