ডেস্ক রিপোর্ট : রাজধানীর সবুজবাগের রাজারবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালি মন্দিরের পুকুর থেকে শ্রীমতি গেন্দী বালা (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।এর আগে সোমবার রাতে সবুজবাগ থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন : মজুরি বৈষম্যের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিনা আউয়াল জানান, খবর পেয়ে গতকাল রাতে মন্দিরের পুকুরের পানিতে ভাসতে থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই নারী ভবঘুরে। পুকুরের পানিতে পরে তার মৃত্যু হয়েছে। সিআইডির ফরেনসিক টিম তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করে। তার বাবার নাম চন্দ্র মোহন। বাড়ি লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা গ্রামে।
এছাড়া ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।