খুলনা মহানগরীতে গরীব শিশুদের কাজের টাকা আত্মসাৎকারী মোঃ আজমল ফরাজী (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ১১ টায় নগরীর রেলওয়ে নিউকলোনী হাসপাতাল রোড সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময়ে মোঃ তুফান শেখ (১০) নামের একটি শিশুকে তার কাছ থেকে উদ্ধার করা হয়। সে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, খুলনার রেল ষ্টেশন এলাকায় ঘুরতে আসা গরীব ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অপহরণ করে শহরের বিভিন্ন হোটেল, কারখানা এবং চায়ের দোকানে কাজ করিয়ে করে তাদের পরিশ্রমের টাকা ভোগ করেন তিনি। পরবর্তীতে তুফান শেখের পিতা মোঃ আলম শেখ বাদী হয়ে র্যাবের সহযোগীতায় খুলনা সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
ফেসবুকের সাথে কমেন্ট করুন