ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ০১:৩৮, ০২-০৩-১৯
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোস্তফা সরোয়ার।
শনিবার (২ মার্চ) রাত ১টায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব সাইটে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকায় মোস্তফা সরোয়ারকে খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়োন দেওয়া হয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
শুক্রবার (১ মার্চ) বিকাল ৪:৩০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়োন দেওয়ার জন্য আওয়ামী লীগের প্রাথী বাছায় করা হয়।
ফেসবুকের সাথে কমেন্ট করুন