যশোর অফিস, prabartan | প্রকাশিত: ২৩:০৮, ০১-০৩-১৯
বেনাপোল সীমান্ত এলাকা থেকে নগদ ১০ লাখ টাকাসহ, ১টিট লেগুনাসহ দুই হুন্ডিব্যবসায়ীকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, শুক্রবার দুপুরে আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে ১টি লেগুনা তল্লাশি করে নগদ ১০ লাখ টাকা, আব্দুর রশিদ ও মিনার বিশ্বাসকে আটক করা হয়েছে।
আব্দুর রশিদ বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আফছারের এবং মিনার বিশ্বাস বেনাপোলের বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে।
এসময় লেগুনা গাড়িকে জব্দ করা হয়েছে।
আটককৃত নগদ টাকা, লেগুনা গাড়ী সহ আসামীদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন