ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ২০:১৩, ০১-০৩-১৯
মুকেশ আম্বানি পুত্র আকাশ আম্বানির প্রাক-বিবাহ সেলিব্রেশন উপলক্ষেই বলিউড তারকারা সেখানে অবস্থান করছেন। বরফে ঘেরা সুইজারল্যান্ডের সেন্ট মরিৎজ শহরে মজেছেন বলিউড তারকারা।
আকাশ আম্বানির প্রাক বিবাহ সেলিব্রেশনে যোগ দিতে সেখানে আলিয়াকে নিয়ে পৌঁছেছেন রণবীর কাপুর। অনুষ্ঠানের ফাঁকে একান্তে আলিয়ার সঙ্গে সময় কাটাতে দেখা গেল রণবীরকে। সেই ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আলিয়া ও রণবীর দুজনকেই সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
পাশাপাশি আকাশ আম্বানি শ্লোক মেহেতার সঙ্গীত সেরিমনিতেও আলিয়ার সঙ্গে দেখা গেছে রণবীরকে। আবার কখনও উপস্থিত অন্যান্য তারকাদের সঙ্গে খাওয়া-দাওয়া সারতে দেখা গেছে তাদের। আবার কখনও সকলের সামনে দিয়েই আলিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে দেখা গেছে রণবীরকে।
সবমিলিয়ে বেশ বোঝা যাচ্ছে মাঝে রণবীর-আলিয়ার সম্পর্ক খবর হওয়ার যে খবর শোনা যাচ্ছিল তা মিটে গেছে। আপাতত একে অপরের প্রেমে মজে রয়েছেন ‘রালিয়া’ জুটি।