বাগেরহাট প্রতিনিধি, Prabartan | আপডেট: ২০:৫৪, ২৮-০২-১৯
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় গৌরঙ্গ দাস (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে খুলনা মোংলা মহাসড়কের চুলকাঠি বাসস্টান্ডে গৌরঙ্গ দাস সাইকেল চালিয়ে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। গৌরঙ্গ দাস সদর উপজেলার ক্ষুদ্র চাকশ্রী গ্রামের গোপাল দাসের ছেলে এবং সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় গৌরঙ্গ দাস সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোংলা থেকে খুলনা গামী একটি কাভার্ড ভ্যান গৌরঙ্গ দাসকে ধাক্কা দিয়ে পিষে চলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সন্দেহজনক ভাবে একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। কিন্তু চালককে পাওয়া যায়নি।