ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৬:৪৪, ২৮-০২-১৯
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাংলাদেশে সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।
এক কর্মকর্তার বরাতে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বিএসএফ সতর্কতা জারি করেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে সব ধরনের নিবৃত্তিমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এতে জানানো হয়, পাক-ভারত সীমান্তের উত্তেজনার সুবিধা নিয়ে কোনো দুর্বৃত্ত কিংবা সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
বিএসএফ কর্মকর্তা বলেন, সুন্দরবনের নদী তীরবর্তী এলাকায় টহল বাড়াতে বলা হয়েছে।
কাশ্মীর সীমান্তে যুদ্ধবিমানের লড়াইয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। দু’দেশই পরস্পরের যুদ্ধবিমান ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবি করেছে।