ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৬:৪৪, ২৭-০২-১৯
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানিয়েছেন যে ভারত ‘দু:খজনকভাবে’ একটি মিগ-২১ বিমান হারিয়েছে এবং ঐ বিমানের পাইলট নিখোঁজ রয়েছেন।
তিনি জানিয়েছেন যে, ভারত অবস্থা যাচাই করছে এবং পাকিস্তান যে পাইলটকে আটক করে রাখার দাবী করেছে তা নিশ্চিত করেছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন