বিজ্ঞপ্তি, Prabartan | আপডেট: ২০:২৮, ২৭-০২-১৯
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনাতে অবস্থিত আমেরিকান কর্ণার খুলনার পরিবেশ ক্লাব ও বিভিন্ন পরিবেশ বাদী সংগঠনের উদ্যোগে খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন এর নিকট খুলনাতে পরিবেশ আদালত বাস্তবায়ন এর লক্ষ্যে স্মারকলিপি প্রদান করে।
২৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় তারা এ স্মারকলিপি প্রদান করে।
এ সময় জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ হেলাল হোসেন বলেন, পরিবেশ রক্ষায় যে কোন পদক্ষেপ নিতে খুলনা জেলা প্রশাসক প্রস্তুুত রয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমেরিকান কর্ণার খুলনার কো- অডিনেটর জনাব ফারজানা রহমান, এনউবিটি খুলনার, সিনিয়র জনসংযোগ কর্মকর্তা, জনাব জোবায়ের মোস্তাফিজ, ছায়া বৃক্ষ এর পক্ষ থেকে জনাব মাহফুজুর রহমান মুকুল, জনাব মাহবুব আলম বাদশা,জনাব কামাল মনির, জনাব শেখ নূর আলম মিঠু। পরিবর্তন খুলনার পক্ষ থেকে জনাব হাদী উজ্জামান, সালমা খাতুন, মাফরুদা খাতুন সাথী।
বাংলাদেশ ইউথ ইনভায়ারমেন্ট ইনেসিএটিভ এর সদস্য জনাব মো: আশাদুজ্জামান চন্দন সহ আমেরিকান কর্ণার খুলনার পরিবেশ ক্লাব এর সকল সদস্যবৃন্দ।