ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৪:৪০, ২৬-০২-১৯
কালবৈশাখী ঝড়ে মোংলা বন্দরের পশুর নদীতে একটি ড্রেজার ডুবে গেছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পশুর নদীর বিদ্যারবাহন খেয়াঘাট এলাকায় থাকা বাদল আনলোডিং নামের ড্রেজারটি প্রচণ্ড ঝড়ে কাত হয়ে যায়। এ সময় ভেতরে পানি ঢুকে ড্রেজারটি ডুবে যায়।
তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ড্রেজার মালিক মো. মাসুম। ড্রেজার ডুবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ডুবে যাওয়া ড্রেজারটি উদ্ধারে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কোন তৎপরতা শুরু হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ রায়। ড্রেজারটি পশুর নদীর কূলের দিকে ডোবায় মূল চ্যানেল দিয়ে নৌ চলাচল ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা।
ফেসবুকের সাথে কমেন্ট করুন