ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতায় বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। তিনদিনের সংঘর্ষে দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সবাইকে সহিংসতা বাদ দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার তিনি টুইটারে লিখেছেন, ‘আমার ভাই ও বোনেদের দিল্লিতে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আবেদন জানাচ্ছি।’
তিনি লিখেছেন, আমার দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে। আশা করি সবাই শান্তি বজায় রাখবেন। খবর এনিডিটিভির
রোববার থেকে চলা এই বিক্ষোভে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। আগামী এক মাস দিল্লি এসব এলাকায় জারি থাকবে কারফিউ।
মঙ্গলবার রাতে পরিস্থিতি পর্যালোচনায় উত্তরপূর্ব দিল্লির ডিসিপি’র সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তামিলনাড়ু সফর বাতিল করে দফায় দফায় বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই তৎপরতার মধ্যেই নরেন্দ্র মোদির শান্তির বার্তা পাঠিয়ে টুইট কতটা কার্যকরী, তা এখন দেখার বিষয়।