বিজ্ঞপ্তি, Prabartan | আপডেট: ২০:৫৩, ২৬-০২-১৯
খুলনায় সড়ক দূর্ঘটনায় দুই চিকিৎসক নিহত হওয়ার ঘটনায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও কর্মবিরতি পালনের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। উল্লেখ্য, সোমবার বিকালে খুলনা-যশোর মহা সড়কের ফুলতলা রাড়ীপাড়া নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ডাঃ মোয়াজ্জেম হোসেন ও ডাঃ শাহাদাৎ হোসেন নিহত হয়।
প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা আড়াই’টা পর্যন্ত কালো ব্যাচ ধারণ করে কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময়ের মধ্যে জরুরী চিকিৎসা বাদে সব ধরণের সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা।
ফেসবুকের সাথে কমেন্ট করুন