ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ০২:১২, ২৬-০২-১৯
কুষ্টিয়ার মিরপুরে মাদকাসক্ত আশিক ইকবাল ইমনকে (২৫) পুলিশে দিয়েছেন তার বাবা নজরুল ইসলাম বাবলু। পরে ইমনকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো আদেশ দেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ এ দণ্ড দেন।
ইউএনও এসএম জামাল আহমেদ জানান, ছেলে মাদকাসক্ত হওয়ায় বাবা নজরুল ইসলাম বাবলু ইমনকে পুলিশে সোপর্দ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
এ সময় মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ আলী উপস্থিত ছিলেন।
ফেসবুকের সাথে কমেন্ট করুন