ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৪:৫০, ২৫-০২-১৯
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে দস্যু আরিফ বাহিনীর বাহিনী প্রধানসহ ৪ দস্যু নিহত হয়েছেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে র্যাব-৮ এর সাথে বনদস্যু আরিফ বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত এ চার বনদস্যুর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব হেটকোয়াটার্সের লিগ্যাল এ্যান্ড মিডিয়া ইউং-এর সিনিয়র সহকারি পরিচালক মোঃ মোঃ মিজানুর রহমান ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকের সাথে কমেন্ট করুন