বেনাপোল প্রতিনিধি, Prabartan | আপডেট: ২০:২৯, ২৫-০২-১৯
বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে রোববার রাতে প্রায় আড়াই কেজি ওজনের ৬টি স্বর্ণের বারসহ শামিম হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সে বেনাপোলের গাতিপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমরান উল্লাহ সরকার বলেন, বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালান হয়। এসময় শামিম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪৬৬ গ্রাম, যার বাজার মূল্য এক কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন