ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৩:০৬, ২৫-০২-১৯
খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪০) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) যশোর-চুকনগর সড়কের নরনিয়া নামক স্থানে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম যশোরের ভরত ভায়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ।
পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, জাহিদুল মটরসাইকেলে যশোরের কেশবপুর থেকে চুকনগরের দিকে আসতেছিলেন। চুকনগরের পাশে নরনিয়ায় এলে একটি ট্রাক লড়ির সাথে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনা স্থানেই নিহত হন।
তবে অনেকে বলছেন, নিহত জাহিদুল যে দিক থেকে আসতেছিলেন সেই দিক থেকেই ট্রাক লড়িও একই দিক থেকে আসছিলো। জাহিদুল ট্রাক লড়ির পিছনে এসে নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি নিহত হন।