ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৮:৫২, ২৪-০২-১৯
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে এবার। দীর্ঘ ২০ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন সালমান-বানসালি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লাভ স্টোরি নির্ভর একটি ছবিতে ২০ বছর পর আবার একসঙ্গে দেখা যাবে পরিচালক সঞ্জয়লীলা বানসালি ও বলিউড সুপারস্টার সালমান খানকে। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।
১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ তৈরি করেন বানসালি। এতে অভিনয় করেন সালমান খান। আরও ছিলেন ঐশ্বরিয়া রাই ও অজয় দেবগন। সেসময় বক্স অফিসে ঝড় তোলে ছবিটি। তবে এরপর থেকে বানসালির আর কোনো ছবিতে কাজ করা হয়নি সালমানের।
সেই থেকেই এই অভিনেতা-পরিচালক জুটির যৌথ কাজ দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। যদিও ‘সাঁওরিয়া’য় অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল ‘বলিউড ব্যাচেলর’-কে। কিন্তু সে তো দুধের সাধ ঘোলে মেটানো!
বানসালি প্রোডাকশনসের সিইও প্রেরণা সিং জানিয়েছেন, নতুন এই ছবিটাও লাভ স্টোরি! তবে সালমানের নায়িকা কে হবেন, তা নিয়ে মুখ খোলেননি তিনি।
জানা গেছে, এ বছরের মাঝামাঝিতে শুরু হবে ছবির শ্যুটিং। ছবি মুক্তি পাবে আগামী বছর।