তালা প্রতিনিধি, prabartan | প্রকাশিত: ২২:৫৩, ২৩-০২-১৯
তালা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও জেএসডি নেতা মোঃ শহিদুল ইসলাম (৬৫) আর নেই । গত শুক্রবার রাত্রে খুলনা ২৫০শয্যা হাসপাতালে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের চিকিৎসাধীন অবস্থায় মারা যান(ইন্না লিল্লাহি ………রাজিউন)। সে উপজেলার জালালপুর ইউনিয়নের মৃত: অয়েজদ্দিনের পুত্র।
শনিবার জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনারের সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমন্ডার মফিজ উদ্দীন, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, তালা থানার এসআই মিজানুর রহমান, জেএসডি তালা উপজেলার শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আবু বক্কর মোড়ল, জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান মোড়ল, বিশ্বাস কহিনুর ইসলাম, সহ স্থানীয় আওয়ামীলীগ নেতা,মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকাবাসী।তিনি মৃত্যু কালে স্ত্রী ও ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।