তালা প্রতিনিধি, prabartan | প্রকাশিত: ২২:৫২, ২৩-০২-১৯
তালায় কপোতাক্ষ নদের তীরে অর্ধ গলিত শুশুক ভাসতে দেখা গেছে । গতকাল(শনিবার) উপজেলার থানার অচিমতলার নদে শুশুকটি ভাসতে দেখে এলাকাবাসি।
স্থানীয় এলাকাবাসী জানান, শনিবার সকালে অচিমতলার ফারাহ ব্রিক্সসএর পাশে কপোতাক্ষ নদের ধারে মৃত অবস্থায় শুশুক ভাসতে দেখতে পায়। সেটি পচন ধরার কারণে চেনার উপায় নেই মৎস্য প্রাণীটির আসল নামটি কি তবে ধারণা করা হচ্ছে শুশুক হতে পারে।নদের জোয়ার ভাটার কারনে সাগর থেকে ভেসে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে ।
তালা উপজেলার মৎস্য কর্মকর্তা নির্মল কুমার ঘোষ বলেন, লোকমুখে খবর পেয়েছি অতিদ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হবে ।
ফেসবুকের সাথে কমেন্ট করুন