বাগেরহাট প্রতিনিধি, prabartan | প্রকাশিত: ২২:২৫, ২৩-০২-১৯
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন-এর স্ত্রী সাবেক প্রধান শিক্ষক জাহানারা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে বাগেরহাট আমলাপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রায়ত জাহানারা বেগম শহরের জাহানাবাদ ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাগেরহাট শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেণ। তার একমাত্র ছেলে ড. মাহামুদুল হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
শনিবার জোহরবাদ বাগেরহাট আলীয়া মাদ্রাসায় মরহুমের প্রথম নামাজে জানাজা এবং আসরবাদ মোড়েলগঞ্জের কচুবুনিয়া গ্রামের নিজ বাড়িতে মরহুমার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কচুবুনিয়া পারিবারিক কবর স্থানে দাফন করা হয় মরহুমাকে।
জেলা আওয়ামীলীগের সভাপতির স্ত্রীর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।